About Us

Welcome To Pritilota

প্রীতিলতা এমন একটি ব্র্যান্ড যেটি মূলত হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে । সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট হওয়ায় এটি সবার কাছেই গ্রহণযোগ্য। প্রীতিলতা’র হোমমেইড হারবাল হেয়ার অয়েল চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল লম্বা করে, সফট্ ও সিল্কি করে এবং পাকা চুল রোধ করে।

[বি. দ্র. নারী পুরুষ সবাই আমাদের এই হোমমেইড হারবাল হেয়ার অয়েল ব্যবহার করতে পারবেন]

প্রীতিলতা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত একক ব্যক্তি মালিকানাধীন একটি ডিজিটাল ব্যবসা প্রতিষ্ঠান। যার লাইসেন্স নম্বর TRAD/DSCC/011555/2020।

আমরা মূলত ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করি, এরপর ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করি। এরপর টিন, ট্রেডমার্ক থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করি।

আমাদের সাথে যোগাযোগ:
প্রীতিলতা, ১০২ বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা-১২০৫।

মোবাইল: 01772794043
             01676026689
ইমেইল: pritilota2121@gmail.com
ওয়েবসাইট: https://pritilota.com/
ফেসবুক লিঙ্ক: facebook.com/pritilotabd/

ব্যবহার প্রণালী:

সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহারে আপনার চুল পড়া কমবে এবং নতুন চুল গজাবে ইনশাআল্লাহ্। রাতে চুলের গোড়া ও পুরো চুলে তেল ম্যাসাজ করে লাগাতে হবে। তারপর সকালে বা সুবিধামত সময়ে ভালো মানের শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এতে কোন কেমিকেল নেই। তাই ভয় পাওয়ার কিছু নেই। ভালো ফল পেতে কমপক্ষে ২/৩ মাস তেলটি ব্যবহার করতে হবে।

Learn More
img